মাগুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল ১০ টায় শহরের নোমানী ময়দানে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রথমে জেলা প্রশাসক এরপর পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন, পৌর প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ স্মৃতিস্তম্ভের পাশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন পুলিশ সুপার মিনা মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, জেলা সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরসহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/হিমেল