কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শফিউল্লাহ (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলা সদরের দক্ষিণ ব্রাহ্মণপাড়া খানকা শরীফ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণপাড়ায় থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজনের বরাতে তিনি জানান, গতকাল রাতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণপাড়া সদরে ডাব বিক্রেতা এরশাদ মিয়ার ছোট ছেলে সানাউল্লাহর সঙ্গে একই এলাকার জহিরুল ইসলামের ছেলে হৃদয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সানাউল্লাহকে মারধর করেন হৃদয়। সানাউল্লাহর বড় ভাই সফিউল্লাহ কয়েকজন লোক নিয়ে বিষয়টি জানতে গেলে কথা-বার্তার এক পর্যায়ে হৃদয়ের নেতৃত্বে ৭-৮ জন শফিউল্লাহকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা শফিউল্লাহকে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করেন।
নিহত সফিউল্লাহর বাবা এরশাদ মিয়া বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হৃদয় ও তার সহযোগীরা ছুরিকাঘাতে খুন করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
ব্রাহ্মণপাড়ায় থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শফিউল্লাহকে হত্যা করা হয়েছে। তার মরদেহ বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।
বিডি প্রতিদিন/নাজিম