বরিশালের গৌরনদীতে মহাসড়কের পাশে পণ্য খালাসের জন্য থেমে থাকা ট্রাকের উপর আছরে পড়ে মোটরসাইকেল চালক তরুন নিহত হয়েছেন। এছাড়াও অরোহী অপর এক তরুন আহত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার নীলখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রিমু খান (২২) উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের হেদায়েত খানের ছেলে। আহত বায়জিদ শাহ (২০) উপজেলার কসবা এলাকার বাহার শাহ’র ছেলে। সে বর্তমানে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান জানান, মহাসড়কের নীলখোলা এলাকায় একটি ট্রাক থামিয়ে পন্য খালাস করতে ছিলো। এ সময় ভুরঘাটাগামী বেপরোয়া গতির মোটর সাইকেলটি এসে থেমে থাকা ট্রাকের পেছনে আছড়ে পড়ে। এতে মোটর সাইকেল রিমু ও অরোহী বায়জিদ আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিমুকে মৃত ঘোষনা করেন। আহত অবস্থায় বায়জিদকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়ে। বর্তমানে বায়জিদ সেখানে চিকিৎসাধীন রয়েছে। নিহত রিমুর লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম