কুড়িগ্রামে উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আরশি খাতুন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের সুড়িরডারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো তিন অটোযাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের সুুড়িরডারা পাড় এলাকার বাসিন্দা এজাবুল হক তার কন্যা শিশু আরশিকে নিয়ে দোকানের দিকে যাচ্ছিলেন। এরপর সেখান থেকে শিশুটিকে বিস্কুট কিনে দিয়ে বাড়ি ফেরার পথে রাণিগঞ্জ এলাকায় এসে একটি দ্রুতগতির অটোরিকশা এসে তাদের অটোরিক্সাকে চাপা দেয়। এসময় ওই শিশু আরশি গুরুতর আহত হয়ে পড়ে এবং অটোরিকশায় থাকা আরো তিনযাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরশিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম