মুদি দোকানের পাল্লায় মালপত্র না মাপার জের ধরে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে সহোদর ৩ ভাইসহ ৪ জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মুদি দোকানী আলমগীর মোল্লাকে (৪৫) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অন্য আহত ভাই সালাম মোল্লা (৪২) ও রাজন মোল্লা (৩০) এবং ভাগ্নে রেদোয়ান শেখকে (১৮) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আলমগীর, সালাম ও রাজন দীপাড়া গ্রামের প্রয়াত কামাল উদ্দিন মোল্লার ছেলে।
আহত সালাম মোল্লা জানান, তার ভাই আলমগীরের মুদি দোকানের পাল্লায় মাপামাপি করতে কিছু মালপত্র নিয়ে আসেন দীপাড়া গ্রামের বাদল দেওয়ানের ছেলে রিংকু দেওয়ান। কিন্তু ওই মালপত্র চুরি করা বলে সন্দেহ হলে তার ভাই মাপামাপি করতে রাজি হননি। এ ঘটনার বাদল দেওয়ানের ছেলে রিংকুর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে তার ভাই আলমগীররকে এলোপাতাড়ি কোপাতে থাকে। খবর পেয়ে ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে তাদের ও ভাগ্নেকে এলোপাতাড়ি কোপায়।
এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ। শুনেছি কয়েকজন আহত হয়েছে। এ ব্যাপারে এখনও কেউ কোন অভিযোগ করেনি। তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল