পটুয়াখালী পুলিশ লাইনসের নারী ব্যারাক থেকে এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকাল ৭টার দিকে তার মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ওই নারী কনস্টেবলের নাম তৃষা বিশ্বাস (২২)। তিনি মাদারিপুর জেলার ডাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমাদ মাইনুল হাসান জানান, তৃষা বিশ্বাস ২০২৩ সালের ৯ নভেম্বর চাকরিতে যোগদান করেন। তিনি মানসিক বিপর্যস্ত ছিলেন। তিনি আরও জানান, আমরা তার একটি প্রেসক্রিপশন পেয়েছি। যেখানে তিনি গত ২৩ অক্টোবর ঢাকায় একজন মানসিক ডাক্তার দেখিয়েছেন। সেখানে তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে বলা হয়েছে।
একই রুমের তার অপর নারী সহকর্মীদের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, কয়েকদিন আগে ওই নারী কনস্টেবল চিকিৎসকের শরনাপন্ন হলে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। কিন্তু তিনি হাসপাতালে চিকিৎসা নেননি। তার অভিভাবককে খবর দেয়া হয়েছে। তারা পৌঁছালে সকল আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তৃষার দাদা (মায়ের মামা) কালী দাস সোম জানান, আমি তৃষার বাবাকে নিয়ে যাচ্ছি। দুই ভাইবোনের মধ্যে তৃষা বড়। কয়েক দিন যাবত জ্বরে ভুগছিল তৃষা। এর আগে তৃষার কোনও অসুস্থতা ছিল না। সকালে ভিডিও কল দিয়ে বাড়িতে মায়ের সাথে কথা বলছে। এরপরই পটুয়াখালী থেকে খবর দেয়া হয় তৃষা আত্মহত্যা করেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ