খাগড়াছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। চেঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে রবিবার দুপুরে জেলা সদরের কালাডেবা এলাকায় অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়।
এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত মংসাথোয়াই চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এএম