বগুড়ার নন্দীগ্রামে রেস্টুরেন্টে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা খাবার পরিবেশনের দায়ে মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার রণবাঘা বাজার মনিটরিং এর সময় এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষন আইনে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। এসময় উপস্থিত ছিলেন থানার এসআই আমির আলীসহ পুলিশের অন্য সদস্যরা।
জানা যায়, উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ড বাজারের কয়েকটি রেস্টুরেন্ট মনিটরিং করার সময় জিয়া হোটেলে নোংরা পরিবেশে খাবার রান্নার করা হচ্ছে- এমন খবরে সেখান অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেখানে ময়লাযুক্ত পাত্রে তেল, লবন, গুঁড়া মরিচ, হলুদ, মসলাসহ নানা উপকরণ রাখার প্রমাণ পাওয়া যায়। এছাড়া নোংরা পানিতে প্লেট ধোয়া ও মেঝেতে পঁচা দুর্গন্ধযুক্ত ময়লা দেখে আইনগত পদক্ষেপ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় জিয়া হোটেল সংশ্লিষ্টদের সতর্ক করাসহ নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল