একটি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে জনগণকে জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, একটি স্বাধীন দেশ হিসেবে ৫৪ বছর পার হলেও জনআকাঙ্খার বাস্তবায়ন হয়নি। সংবিধানে সব ক্ষেত্রে সমতার কথা বলা হলেও আমাদের তিনটি মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার আজও বাস্তবায়িত হয়নি। আইনের দৃষ্টিতে এখনো আমাদের সমঅধিকার প্রতিষ্ঠা হয়নি। শুধুমাত্র ক্ষমতায় থাকতে মানুষের ওপর চরম জুলুম ও নির্যাতন করা হয়েছে। মানুষ জুলুমতন্ত্র থেকে মুক্তি চায়। তাই একটি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে জনগণকে জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানাচ্ছি।
বুধবার (২২ জানুয়ারি) রাত ৯টায় কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিগত সরকারের দুঃশাসনের প্রসঙ্গ টেনে হামিদুর রহমান আযাদ বলেন, হুমকি, গুম ও হত্যার মাধ্যমে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছিল। দিনের ভোট রাতেই সম্পন্ন করা হয়েছে। ১৫৪ জনকে নির্বাচিত ঘোষণা করা হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পুলিশকে দলীয় কর্মীর মতো পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করে নির্বাচনকে জালিয়াতির মহোৎসবে পরিণত করা হয়েছিল।
কক্সবাজার-০২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সাবেক এই সংসদ সদস্য বলেন, ত্যাগ ও কুরবানির মাধ্যমে আল্লাহর দ্বীনের বিজয় অর্জনে নিজেকে নিয়োজিত করতে হবে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, জীবনের সবক্ষেত্রে ইসলামকে মেনে নিলে ইহকালে শান্তি ও পরকালে মুক্তি পাওয়া যাবে। আর এ কারণেই ইসলামকে নিজের জীবনে পরিপূর্ণভাবে পালনের আহ্বান জানায় জামায়াতে ইসলামী।
বড়ঘোপ ইউনিয়ন সভাপতি আহমদ নূরের সভাপতিত্বে কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন, মাস্টার আবুল কালাম ও কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর আ.স.ম শাহরিয়ার চৌধুরী বক্তব্য দেন। এদিন কৈয়ারবিল ইউনিয়ন জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশ ও কৈয়ারবিল আইডিয়াল হাইস্কুল মাঠে বিজয় '২৪ দিবারাত্রি মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/নাজিম