রূপগঞ্জের পাশে রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় মো. হৃদয় নামে এক কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছেন। এ সময় মো. বাবু, মো. সারফিন ও মো. নাজমুল হোসেন নামে ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার দুপুরে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের বাঁশেরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হৃদয় টাঙ্গাইল জেলার সিংনা গ্রামের ফরহাদ খানের ছেলে ও ডেমরার শুকুরশী এলাকার জাহাঙ্গীরের ভাড়াটিয়া।
নিহতের স্ত্রী নার্গিস জানান, এস এম কার্গো সার্ভিসের (ঢাকা মেট্রো -ট ২২-৩৯-৮৯) কাভার্ড ভ্যান চালক আমার স্বামী মো. হৃদয় গাড়ি থামিয়ে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় পিছন থেকে আসা জনসেবা এক্সপ্রেস পার্সেল (ঢাকা মেট্রো -ট ১১-৫৩-৫০) আন্তজেলা কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হৃদয় নিহত হন। এদিকে আশঙ্কাজনক অবস্থায় আহত ৩ জনকে উদ্ধার করে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠায়। এ বিষয়ে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল