সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সিরাজগঞ্জের সদর উপজেলার বহুলী ইউনিয়ন কৃষকদের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বহুলী কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল জলিলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা কৃষকদলের আহŸায়ক মতিয়ার রহমান মতি, সদস্য সচিব ও ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান টি.এম. শাহাদত হোসেন ঠান্ডু, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহম্মেদ সবুজ, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সবুজসহ প্রমুখ। সমাবেশে সহ¯্রাধিক কৃষকদলের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কৃষকদলের সভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, কৃষকরাই হলো দেশের প্রাণ। কৃষকরা খাদ্য উৎপাদন করে দেশের মানুষের খাদ্যের চাহিদা পুরণ করেন।
বিডি প্রতিদিন/এএম