ফেনীর ফুলগাজী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আনন্দরত্ন ইটভাটাকে গুঁড়িয়ে দিয়ে ৭ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাহাঙ্গীর হোসাইন এ রায় প্রদান করেন।
সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত আরা কলি ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের মেসার্স আনন্দরত্ন অটো ব্রিকস নামীয় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইটভাটা আইন অমান্য করে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া ফসলি জমির মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত করার অপরাধে ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং একই সঙ্গে ৭ লাখ টাকা জরিমানা করা হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত আরা কলি, সিনিয়র কেমিস্ট ও সহকারী পরিচালক মো. তানভীর হোসেন, সহকারী পরিচালক জাহানারা ইয়াসমিন, পরিদর্শক শাওন শওকত, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুছাম্মৎ শওকত আরা কলি বলেন, "জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
বিডি প্রতিদিন/আশিক