গাইবান্ধায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে প্রায় ৩০০ রোগী বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
বুধবার ঢাকাস্থ গাইবান্ধা জনকল্যাণ সমিতির উদ্যোগে সদর উপজেলার গিদারী ইউনিয়ন পরিষদ মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন গাইবান্ধা জনকল্যাণ সমিতির উপদেষ্টা ও গাইবান্ধা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম সরকার।
সকাল ১০টা থেকে দিনব্যাপী চলা এই ক্যাম্পে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। গাইবান্ধা জনকল্যাণ সমিতির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তানবীর আহমেদ রোগীদের চিকিৎসা সেবা দেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইবান্ধা জনকল্যাণ সমিতির সেক্রেটারি মোশাররফ হোসেন ও সমিতির অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই