দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এ কর্মসূচির আয়োজন করে।
সনাকের জেলা সভাপতি আফরোজা বেগম লুপুর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন সনাকের সাবেক জেলা সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাজহারউল মান্নান, সহ-সভাপতি জিয়াউল হক কামাল, সনাক সদস্য শিরিন আকতার, অঞ্জলী রানী দেবী, শাহজাদী হাবিবা সুলতানা এবং আফরোজা বেগম লুনা, ইয়েস সদস্য মোমিনা খাতুন প্রমুখ। এছাড়া সনাক, ইয়েস এবং বিভিন্ন অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)র সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
দেশে নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে বলে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ঘরে বাইরে, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্রই নির্যাতনের শিকার হচ্ছেন কন্যাশিশুসহ সকল বয়সী নারী। নৃশংসতার মাত্রা ও সংখ্যা বিবেচনায় সারা দেশে নারীর প্রতি সহিংসতায় দেশবাসী আতংকগ্রস্থ সময় অতিবাহিত করছে। ৮ বছরের শিশু আছিয়া জীবন দিয়ে নির্মম পাশবিকতা এবং নৃসংশতা জানিয়ে দিল।
বক্তারা দ্রুততম সময়ের মধ্যে এ পাশবিকতার বিচার ও সবার অবস্থান থেকে বিচারের দাবিতে আওয়াজ তোলার আহ্বান জানান। পাশাপশি রাষ্ট্রকে নারী এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটে যাওয়া সকল সহিংসতার বিচার করার আহ্বান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/এএম