ময়মনসিংহ গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় মাটি কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মেহেদি হাসান রাকিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় সাবিদ (৩০) নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে পাগলা থানা এলাকার নিগুয়ারী ইউনিয়নের তললীগ্রামে এই ঘটনা ঘটে। নিহত মেহেদি হাসান রাকিব ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।
মৃতের বাবা মজিবুর রহমান বলেন, জমির মাটিকাটা নিয়ে একই ইউনিয়নের সাদুয়া গ্রামের ইয়াসিন গ্রæপের সঙ্গে দেড় মাস আগে বাগবিতÐা হয় রাকিবের। ইয়াসিন গ্রæপ জোর করে মাটি নিতে চাইলে বাধা দেয় রাকিব। এর জেরে ইয়াসিনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন সোমবার রাত ১০টার দিকে রাকিবকে ধরে ত্রিমোহনী বাজারের পল্টন মোড় মোন্তাজ মাওলানার দোকানের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে ইট দিয়ে আঘাত করে হত্যা করে। এ সময় ইয়াসিন গ্রুপের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়।
পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম