ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে ওয়ার্ড শাখা বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি।
আখাউড়া উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি খন্দকার বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য প্রকৌশলী মো. নাজমুল হুদা খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মমিনুল হক এবং সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন।
দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সনের দ্রুত সুস্থতা ও দেশের জন্য তার অবদানের কথা স্মরণ করে দোয়া করেন। ইফতার ও দোয়া মাহফিলে আখাউড়া উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএম