চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় এলাকায় সন্ত্রাস প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে সোমবার দুপুরে ছত্রাজিতড়পুর গোরস্থান মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. ফারুক হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক মো. তারিফ মাস্টার, প্রফেসর মো. সালাম হোসেন, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদিকুল ইসলাম, মো. দানেস প্রমুখ।
এসময় বিভিন্ন দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ছত্রাজিতপুর নামক স্থানে অপরাধীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএম