রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে বরিশাল নগরীতে।
বুধবার পৃথকভাবে নগরীতে লিফলেট বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ ও মহানগরের এক নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।
সকালে নগরীর নথুল্লাবাদ এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন। এ সময় মহানগর বিএনপির বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটিরন সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ নগরীর গীর্জা মহল্লা রোডে লিফলেট বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের প্রয়োজনে কোনো সংস্কারই সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার করার দায়িত্ব সংবিধানে দেয়া নেই। সাংবিধানিক দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন দেওয়া ও রুটিন মাফিক কাজ করা। তারেক রহমানের ৩১ দফার আলোকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। দেশের অর্থনীতি, স্বাস্থ্য সমস্যা, বেকারত্ব, শিক্ষাখাতসহ সব সমস্যা নিরসনে ৩১ দফা মাইলফলক হিসেবে কাজ করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, স্বাধীনতা ফোরাম, নগরের সদস্য সচিব নাজমুস সাকিব, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, নাসির
হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ, নগর ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম উজ্জ্বল, সদস্য আলামিন হোসেন সদর উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, বিএম কলেজ ছাত্রদল নেতা কবর মুবীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক সগীর হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজিম