নাটোরের সিংড়ায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে আহত যুবদল কর্মী সোহেলের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি গ্রামের শতাধিক মানুষ।
আজ সোমবার (১৯ মে) দুপুর ১২টায় উপজেলার কলম ইউনিয়নের নুরপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, কলম ইউনিয়নের কালিনগর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল সাত্তার, বিএনপি নেতা চান মিয়া, রুপচাঁদ আলী প্রমুখ।
বক্তারা বলেন, যুবদল কর্মী সোহেলের উপর সন্ত্রাসীরা হামলা করে তার হাত, পা ও শরীরে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছে। মামলা হওয়ার এক মাস পেরিয়ে গেলেও কোন আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, অভিযোগের আলোকে মামলা নেয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ মামলায় কয়েকজন জামিনে রয়েছে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে দুর্বৃত্তরা যুবদল কর্মী সোহেলকে এলোপাতাড়ি হাত-পা ও শরীরে কুপিয়ে হত্যার চেষ্ঠা করে। এ ঘটনায় সোহেলের পিতা রুপচাঁন বাদী হয়ে সিংড়া থানায় মামলা দায়ের করেন। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
বিডি প্রতিদিন/জামশেদ