বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে পাচারকালে প্লাস্টিকের ড্রামভর্তি গাঁজাসহ এক তরুণকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে তাকে আটক করা হয়।
আটক নয়ন তালুকদার (১৯) বাগেরহাটের মোড়লগঞ্জ থানার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির শিকদার বলেন, বরিশাল-ঢাক মহাসড়কের গড়িয়ারপাড় বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের একটি দল অভিযান করে। সেখানে বানারীপাড়ার উদ্দেশ্যে যানবাহনের জন্য ড্রাম নিয়ে অবস্থান করা নয়নকে আটক করে। পরে ড্রামের মধ্যে থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল