গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করছে পুলিশ। আটকরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
আজ বুধবার (২১ মে) দুপুরে উপজেলা চত্বর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল পাশা, কঞ্চিপাড়া ইউপির সোহেল রানা শালু, ফজলুপুর ইউপির আনসার আলী মন্ডল, ফুলছড়ি ইউপির আজহারুল ইসলাম হান্নান, এরেন্ডাবাড়ি ইউপির আব্দুল মান্নান আকন্দ ও গজারিয়া ইউপির খোরশেদ আলম খুশু।
পুলিশ জানায়, ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগ নিষিদ্ধের পরও পলাতক নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে আসছেন। রাষ্ট্রকে অকার্যকর পরিস্থিতি সৃষ্টির করার জন্য দলীয় নেতাকর্মীদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ রাখছেন এমন তথ্যের ভিত্তিতে আজ দুপুরে উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা মিটিং শেষ করে বের হওয়ার সময় ৬ জনকে আটক করা হয়। এ সময় উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন পালিয়ে যায়।
ফুলছড়ি থানার ভারপ্রপাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, আওয়ামী লীগের রাজনীতি সাথে জড়িত থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করে আসেছেন। রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে তাদের আটক করা হয়েছে। পলাতক উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতারের জন্য মাঠে পুলিশ কাজ করছে। আটককৃতদের সদর থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল