নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় সালমান মল্লিক (১৬) নামে একজন নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দোয়া-মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান ওই গ্রামের শহিদ মল্লিকের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮ টার দিকে সালমান ও সাথে থাকা দুজনকে নিয়ে মোটরসাইকেলযোগে লোহাগড়া থেকে নিজ বাড়ি দোয়া-মল্লিকপুর যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দোয়া-মল্লিকপুর এলাকার আজিজুর ডাক্তারের বাড়ির সামনে রাস্তার পাশে থাকা রোড রোলারের সাথে ধাক্কা লাগে। এতে সালমানসহ অন্য দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ