তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দক্ষতা উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই), আইসিটি বিভাগের মধ্যে সমঝোতা স্মারক শনিবার বিকেলে স্বাক্ষরিত হয়েছে। আইসিটি ভবনের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এস এম আমানুল্লাহ এবং এটুআই-এর পক্ষে যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ রশিদুল মান্নাফ কবীর সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি এবং প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শিক্ষার্থীদের আইসিটি জ্ঞান এবং এর প্রয়োগে পারদর্শী করে তোলার ওপর জোর দেন। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি চাহিদাভিত্তিক কারিকুলাম তৈরি করতে হবে যা তাদের তথ্যপ্রযুক্তি-সম্পর্কিত চাহিদা পূরণ করতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে নতুন কারিকুলাম জীবনমুখী এবং উদ্যোক্তা তৈরিতে সহায়ক হওয়া উচিত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অনুষ্ঠানের গেস্ট অফ অনার প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের ৭০% শিক্ষার্থীকে নিয়ন্ত্রণ করে, তাই তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী তার সমাপনী বক্তব্যে একটি নতুন বাংলাদেশ গড়ার বৃহত্তর সংস্কার প্রচেষ্টার অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সব ধরনের আইসিটি সম্পর্কিত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মোঃ লুৎফর রহমান এবং প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএম