বিএনপির জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেছেন, কোনো অবস্থাতেই আওয়ামী লীগের কাউকে বিএনপির সদস্য ফরম দেওয়া যাবে না। যিনি দেবেন তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি বিগত দিনে যারা আমাদের নেতাকর্মীদের নামে মামলা দিয়েছেন এবং ওই মামলায় যারা সাক্ষী হয়েছে তাদেরও সদস্য করা যাবে না।
শনিবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম ভুঁইয়া বলেন, আগামী দিনে আপনাদের সতর্ক থাকতে হবে, যাতে বিতর্কিত কেউ দলে প্রবেশ করতে না পারে। যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিল, তারাই যেন আগামী দিনে মূল্যায়িত হন। তবে যারা বিগত দিনে আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি যারা বাধ্য হয়ে বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে গিয়েছে, তাদের বিষয়গুলো আপনারা চিন্তা-ভাবনা করে বিবেচনা করতে পারেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া। সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপি"র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ, সদস্য ড. জালাল উদ্দিন আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান।
এ সময় বিএনপির প্রবীণ নেতা সফিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আ. হামিদ মাস্টার, শেখ আব্দুর রশিদ, নূরুল ইসলাম মৃধাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ