কুষ্টিয়ার ভেড়ামারায় লিচু পাড়তে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে আশীতিপর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার রাত দশটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বৃদ্ধের নাম রেজাউল আহসান লেলিন (৮০)।
তিনি উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের রনপ্রিয়া গ্রামের বাসিন্দা। এর আগে গত ১৩ মে রেজাউল আহসান আহত হন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার দুপুরে ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ঘটনার দিন সকাল দশটার দিকে নিজ বাড়ির আঙিনায় লিচু বাগানে ওঠেন বৃদ্ধ রেজাউল হাসান। এ সময় এক ডাল থেকে অন্য ডালে পার হওয়ার সময় ডাল ভেঙে নিচে পড়ে যান। গুরুত্বর আহত অবস্থায় তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিনই রেজাউল হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার রাতে তিনি মারা যান।
পুলিশ পরিদর্শক(তদন্ত)বলেন,থানা থেকে রির্পোট দেওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম