সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অনুমোদনহীন তিনটি করাত কলে (স-মিল) টাস্কফোর্স অভিযান চালিয়ে ৪৭ লাখ ৩৯ হাজার টাকার মূল্যমানের গোল কাঠ জব্দ করেছে। একইসাথে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় করাত কলগুলোকে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে গয়ড়া কলেজ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টাস্কফোর্সের নেতৃত্বে ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত জাহান, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, কলারোয়া উপজেলা বন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম ও পুলিশের একটি দল।
বিকালে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী বন বিভাগের অনুমোদন ব্যতীত করাত কলে পরিবেশ ধ্বংসকারী গাছ ও কাঠ চেরাই করছে। সেই সূত্র ধরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রায় ৭ হাজার ৮০০ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪৭ লাখ টাকা। জব্দকৃত কাঠ অপসারণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৫ দিনের সময়সীমা দিয়ে নোটিশ জারি করেছেন।
সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, অনুমোদনহীনভাবে পরিবেশ বিধি লঙ্ঘন করে পরিচালিত যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
বিডিপ্রতিদিন/কবিরুল