লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাশিরাম এলাকায় একটি গোডাউনের টিনের চালা কেটে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় এক লাখ ৫৫ হাজার ৫০০ টাকার মালামাল খোয়া গেছে বলে অভিযোগ ভুক্তভোগীর। রবিবার মধ্যরাতে এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কোম্পানির ডিলার হামিদুল ইসলাম জানান, কাশিরাম এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন। রবিবার রাতে যথারীতি গোডাউনের তালা দিয়ে বাড়িতে যান। সোমবার দুপুরে গোডাউনে এসে তালা খুলে ভেতরে ঢুকতেই দেখেন চালার টিন কাটা, ক্যাশ টেবিলের ড্রয়ার খোলা এবং ভিতরে রক্ষিত ৬০ হাজার ৫০০ টাকা, একটি ল্যাপটপ ও বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে। কিছু মালামাল গোডাউনের মেঝেতে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল।
স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম জানান, এটি পরিকল্পিত চুরির ঘটনা হতে পারে। ধারণা করা হচ্ছে, স্থানীয় কোনো কিশোর গ্যাং এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল