রংপুর মহানগরীর বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় কর্তব্যরত ট্রাফিক বিভাগের এএসআই সাইফুল ইসলাম দেখতে পান এক শিশু কান্নারত অবস্থায় ঘোরাফেরা করছে। তার পরিবারের কোনো সদস্য পাশে নেই। শিশুটি নিজ এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ ব্যাংকের মোড়ে চলে আসে।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে শিশুটির নাম জানা যায় সামিউল ইসলাম (৭)। তার বাবার নাম জুয়েল ইসলাম। ঘটনাটি সোমবার দুপুরের।
পরিস্থিতি উপলব্ধি করে ট্রাফিক এএসআই সাইফুল ইসলাম তাৎক্ষণিকভাবে শিশুটিকে নিরাপত্তায় নিয়ে আসেন। প্রয়োজনীয় খোঁজখবর ও যোগাযোগের মাধ্যমে তার বাবা মোঃ জুয়েল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। পরে বিকেলে যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে শিশুটিকে নিরাপদে তার বাবার নিকট হস্তান্তর করা হয়।
এএসআই সাইফুল ইসলাম ও তাঁর সাথে থাকা পুলিশ সদস্যদের এই মানবিক, সচেতন ও দায়িত্বশীল ভূমিকায় এলাকাবাসী ও উপস্থিত সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেন। পুলিশের এধরনের নাগরিক সহায়তার ভূয়সী প্রশংসা করেন স্থানীয়রা সুধীজনেরা।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, পুলিশ সব সময় নিরাপদ নগরী গড়তে অঙ্গিকারবদ্ধ। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।
বিডি প্রতিদিন/নাজমুল