প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেব নগর স্টিল ব্রিজের পাশে মুহুরী নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।
শনিবার সকাল থেকে নদীর মহুরী চর থেকে বালু উত্তোলন করে ট্রাকে করে সরিয়ে নেওয়ার দৃশ্য স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
নদীর চর থেকে বালু উত্তোলন করলে বেড়িবাঁধ দুর্বল হয়ে যায়। যেকোনো সময় বন্যার কবলে পড়তে হবে বলে জানান স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, মুহুরী নদীর চর থেকে এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীর স্বাভাবিক গতি ব্যাহত হবে। যার ফলে ভবিষ্যতে বন্যা ও ভাঙনের মতো বড় দুর্যোগ দেখা দিতে পারে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান জানান, আমি তথ্য পেয়েছি। সুযোগ পেলে ব্যবস্থা নিব।
বিডি প্রতিদিন/এমআই