দিনাজপুরের খানসামায় শ্রেণিকক্ষে পাঠদানের সময় বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের বিম ধসে পড়ে এক শিক্ষক আহত হয়েছেন। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শিক্ষার্থীরা।
বুধবার বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউপির বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের শিক্ষক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করছিলেন শিক্ষক মো. শহিদুল ইসলাম। হঠাৎ ছাদের একটি বিম ধসে পড়ে তার পায়ে আঘাত লাগে। বিকট শব্দে শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা দৌড়ে বাইরে চলে যায়। তবে সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আবুল খায়ের জানান, বিদ্যালয় ভবনটি বহু পুরনো ও দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে কক্ষ সংকটে ঝুঁকি নিয়ে শ্রেণি কার্যক্রম চালানো হচ্ছে।
খানসামা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ ও নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এখনো বরাদ্দ পাওয়া যায়নি। বিষয়টি আবারও তাগাদা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই