বরিশালের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি।
রবিবার বরিশাল নগরীর সদর রোডে একটি আবাসিক হোটেল মিলনায়তনে এই মতবিনিময় করেন তিনি। বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে অনুষ্ঠানে বরিশাল অঞ্চলের ব্যবসায়ী নেতৃবৃন্দ, উদ্যোক্তা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেয়।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. নিজামউদ্দিন। সভায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্ভাবনা এবং পারস্পরিক সহযোগিতার নানা মুখী বিষয় নিয়ে আলোচনা করেন। মতবিনিময় সভা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ব্যবসায়িক সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে অভিহিত করেন।
এর আগে শনিবার বিকালে বরিশাল বিসিক শিল্প নগরীতে একটি সু কোম্পানির ফ্যাক্টরি পরিদর্শন করেন আলজেরিয়ার রাষ্ট্রদূত। এ সময় তিনি কারখানায় ৮০ ভাগ নারী শ্রমিক কাজ করার দৃশ্য দেখে অভিভূত হন। তিনি আলজেরিয়ায় শোরুম করাসহ ব্যবসা সম্প্রসারণে সহায়তার আশ্বাস দেন।
বিডিপ্রতিদিন/কবিরুল