রাজবাড়ীতে ভ্যানচালক রূপল শেখকে পিটিয়ে হত্যার ঘটনায় শাশুড়ি ও পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম। এর আগে বুধবার দিবাগত রাতে রাজবাড়ী সদর উপজেলার রাজপুর গ্রাম থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া দুই নারী হলেন- শামসুদ্দিন বিশ্বাসের স্ত্রী রাহেলা পারভীন (৪৯) এবং রাকিবুল বিশ্বাসের স্ত্রী রেজমিন আক্তার তন্দ্রা (১৯)।
জানা যায়, ২০২৫ সালের ১৭ মে বিকাল ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের শাহীন শেখ ওরফে রূপল শেখ (২৭) নামের এক ভ্যানচালককে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে রাজপুর গ্রামে শামসুদ্দিন বিশ্বাসের বাড়ির ভেতরে নিয়ে চুরির অভিযোগ এবং মোবাইলে ভিডিও ধারণের কথা বলে ইট, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় রূপলকে। মারধরের ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার রাতেই রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তের দায়িত্ব পায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলায় মোট ১০ জন এজাহারনামীয় আসামির মধ্যে এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি মফিজুল ইসলাম।
বিডি প্রতিদিন/আশিক