বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উত্তোলনকৃত কয়লার দাম স্থানীয় বাজার মূল্যের চেয়ে অস্বাভাবিক হারে কমানোর প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করছে খনির শ্রমিক ও কর্মচারীরা।
দাম কমানোর মধ্য দিয়ে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিকে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত করে শ্রমিক ছাঁটাইায়ের ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা।
বৃহস্পতিবার বেলা ১১টায় সর্বস্তরের খনি শ্রমিকের ব্যানারে কয়লা খনির প্রধান গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কয়লার দাম বাড়ানোর প্রতিবাদসহ নিশ্চয়তা দিতে হবে যে আদমজীর মতো পরিণত হবে না-এ ধরনের নানা ধরনের দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
এতে বক্তব্য রাখেন, বড়পুকুরিয়া কয়লাখনির সিবিএ সভাপতি আবুল কাশেম শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বড়পুকুরিয়া আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, চাইনিজ এক্সএমসি এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান,স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি রবিউল ইসলাম, লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি মেহেরুল ইসলাম প্রমুখ।