বান্দরবানের সদর উপজেলার হাফেজঘোনা এলাকার একটি বাগানবাড়ি থেকে হৃদয় দে (২১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল করিম। তিনি বলেন, "প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"
স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় দে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। বুধবার রাতে মাদক কেনার জন্য বাবার কাছে টাকা চান তিনি। এতে বাবার সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে টাকা না পেয়ে অভিমানে বাসা ছেড়ে চলে যান হৃদয়।
রাতের কোনো একসময় তিনি হাফেজঘোনার একটি নির্জন বাগানবাড়িতে গিয়ে কাঠের রেলিংয়ের সঙ্গে নিজের প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা হৃদয়ের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
বিডি প্রতিদিন/আশিক