'মার্চ ফর জাস্টিস' কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে পদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী ফোরামের সভাপতির নেতৃত্বে মেহেরপুর আইনজীবী ভবনের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। এটি জেলা জজ কোর্ট হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আইনজীবী ফোরামের নেতা ও জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ফারুক আহম্মেদ বিজন, অ্যাডভোকেট কামরুল হাসান, মোখলেসুর রহমান স্বপনসহ আরও অনেকে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাড. আনোয়ারুল ইসলাম, মোস্তাফিজুর রহমান তুহিন, এহসান উদ্দিন মনা, নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা দাবি করেন, গত ১৭ বছর ধরে বিএনপির বহু নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন। এসব নির্যাতনের বিরুদ্ধে মামলা করা হলেও সেগুলোর অধিকাংশই আলোর মুখ দেখেনি। বক্তারা দ্রুত এসব মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।
বিডি প্রতিদিন/আশিক