বরিশালের বাকেরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- বাকেরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান হাওলাদার ও নিয়ামতি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মানিক।
গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা রয়েছে। মোখলেচুর রহমানের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী ও ধানমন্ডি থানায় দুইটি হত্যা মামলা রয়েছে।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, অপারেশন ডেভিল হান্টের আওতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ৭ নভেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান সিকদার বাদী হয়ে করা মামলার আসামী হিসেবে পৌর আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান জোমাদ্দার ও কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান হাওলাদারকে গ্রেফতার দেখানো হয়েছে। গত ১৪ জুন নিয়ামতি ইউনিয়নের খাসমহেশপুর গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলামের বাকেরগঞ্জ থানায় করা মামলার আসামি হিসেবে মিজানুর রহমান মানিককে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম