পটুয়াখালীতে অভিযান চালিয়ে এক টনের অধিক নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। রবিবার দুপুরে শহরের পুরান বাজারের লোহালিয়া খেয়াঘাট এলাকায় একটি দোকানে যৌথ অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করেছে পটুয়াখালী কোস্টগার্ড ও পরিবেশ অধিদপ্তর। তবে দোকানের নাম উল্লেখ করা হয়নি।
এক প্রেস রিলিজে এসব তথ্য উল্লেখ করে কোস্টগার্ড। বলা হয়েছে, অভিযানে প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ১ হাজার ১০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শককে ধ্বংস করার জন্য হস্তান্তর করা হয়।
পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিডি প্রতিদিন/এএম