দীর্ঘ ১৬ বছর পর উৎসবমুখর পরিবেশে মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে মেহেরপুর সরকারি কলেজ মাঠে সদর উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।
মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, সদস্য আলমগীর খান ছাতু, আনছারুল হক, হাফিজুর রহমান ও খাইরুল বাশার।
এছাড়াও জেলা জাসাসের সদস্য সচিব বাঁকা বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলীসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রথম অধিবেশনে আলোচনা সভা শেষে ও বিকালে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল