ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শনিবার (৯ আগস্ট) খাস জায়গা দখল করে নির্মাণাধীন অবৈধ দোকান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অপসারণ করা হয়েছে। দুপুরে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে সরকারি খাস জায়গা থেকে অবৈধ নির্মাণাধীন ওই দোকান ঘর অপসারণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাধনা ত্রিপুরা।
স্থানীয়রা জানান, চান্দুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ. এম. শামিউল হক চৌধুরীর ছেলে জামিউল হক চৌধুরী প্রতুলের নেতৃত্বে সকালের দিকে আমতলী বাজারে সরকারি খাস জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগ ওঠে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার নির্মাণ কাজ বন্ধের জন্য নিষেধ করা হলেও তারা তা উপেক্ষা করে দোকান নির্মাণ চালিয়ে যান। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন খাস জায়গা উদ্ধারের জন্য অভিযান চালায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা বলেন, সরকারি জায়গায় অবৈধ দোকান নির্মাণের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ দোকান অপসারণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ