কুমিল্লার লাকসামে নারী উদ্যোক্তাদের মিলনমেলা উপলক্ষে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ‘চড়ুইভাতি’। বৃহস্পতিবার দিনব্যাপী লাকসাম ই-কমার্সের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নান্দনিক পরিবেশের ‘আগমন রেস্টুরেন্টে’ এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রায় অর্ধশত নারী উদ্যোক্তা অংশ নিয়ে নিজেদের কাজের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প একে অপরের সঙ্গে ভাগাভাগি করেন। মিলনমেলায় সবাই এক সুরে জানান, “আমরা সকলে নারী উদ্যোক্তা, আমরা সকলেই একটি পরিবার।”
উদ্যোক্তারা নিজেদের বাসায় তৈরি বিভিন্ন খাবার ও পণ্যসামগ্রী নিয়ে আসেন। দুপুরে পরিবেশন করা হয় রকমারি খাবার। পাশাপাশি সুই-সুতা খেলা, বালিশ খেলা, চেয়ার খেলা এবং অন্যান্য প্রতিযোগিতা উদ্যোক্তাদের উৎসাহ ও আনন্দ বাড়িয়ে তোলে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জানা যায়, লাকসাম উপজেলায় শতাধিক নারী উদ্যোক্তা কাজ করছেন। তাদের তৈরি খাবার ও হস্তশিল্প শুধু স্থানীয়ভাবে নয়, দেশ-বিদেশেও সমাদৃত হচ্ছে। উদ্যোক্তারা অনলাইন ও অফলাইন ব্যবসায় ইতোমধ্যেই আশার আলো ছড়াচ্ছেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া উদ্যোক্তাদের মধ্যে ছিলেন—উম্মে হাবিবা (হোমমেড কেক, বেকিং আইটেম), হাসিনা আক্তার (হোমমেড কেক, খাবার আইটেম), শারমিন সুলতানা (কেক, পুডিং, আইসক্রিম, পিঠা), উম্মে রোকাইয়া আরজু (কেক, ব্রাউনি, বিস্কুট, আইসক্রিম), সানজিদা সিদ্দিকা (শাড়ি, থ্রি-পিস, বোরকা, কাস্টমাইজড হিজাব), খাদিজা আক্তার মুক্তা (হ্যান্ডপেইন্টিং, রেডি শাড়ি), সোমা বণিক (কেক, ডাবের পুডিং, ব্রাউনি, দেশীয় পোশাক), নুসরাত জাহান (কেক, পুডিং, চকলেট, ক্যান্ডেল), সাবিকা জাহান মাইশা (থ্রি-পিস, বেডশিট, বাটিক), সালমা শিমু (চকলেট, ক্যান্ডেল, শো-পিস), জুমু (চুড়ি, ক্যান্ডেল, স্কিন কেয়ার প্রোডাক্টস), ইসরাত জাহান রিনা (পিঠাপুলি, হোমমেড খাবার), আফসানা বিনতে আজাদ (হোমমেড খাবার), নুরজাহান নিসাত (হাতের কাজ, কাস্টমাইজড ড্রেস), সুরাইয়া তারিন (বেডশিট, পর্দা, টেবিল ক্লথ), জান্নাতুল ফেরদৌস (কেক, দই), দোলা (অর্গানিক মেহেদী, কেক, হ্যান্ডমেড চুড়ি), সুজানা (কেক, মেহেদী, চুড়ি), তোহা তানহা (ডেজার্ট, নারিকেল নারু, মিষ্টি) প্রমুখ।
স্থানীয় প্রশাসন ও পেশাজীবী নেতৃবৃন্দ মনে করছেন, এইসব উদ্যোক্তার হাত ধরে ভবিষ্যতে লাকসামের নারীরা ব্যবসায় ও কর্মসংস্থানে আরও বেশি সাফল্য বয়ে আনবেন।
বিডি প্রতিদিন/হিমেল