২৪ ঘণ্টায় বরিশাল জেলার ১০ উপজেলায় ৮৮ জন জেলেকে জেল ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে ৮৮ জেলেকে আটক করা হয়।
এর মধ্যে সর্বোচ্চ ৪৯ জেলে আটক হয়েছে হিজলা উপজেলায়। এ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, শুধু শুক্রবার ভোরে মেঘনাসহ শাখা নদীতে অভিযান করে ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও তিন কেজির মতো মা ইলিশসহ ৩৬ জন জেলেকে আটক করা হয়। পরে তাদের হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস শিকদারের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত ২৭ জনকে ১৬ দিন করে কারাদন্ড দিয়েছেন। অপর ৯ জনকে পাঁচ হাজার করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন।
মৎস্য কর্মকর্তা আলম বলেন, উদ্ধার করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে। ইলিশ মাছ শ্রমিকদের মাঝে বিতরন করা হয়েছে। সাজা পরোয়ানায় জেলেদের কারাগারে পাঠানো হয়েছে। জরিমানা ও মুচলেকা দিয়ে ৯ জেলে মুক্তি পেয়েছে।
মা ইলিশ রক্ষার গত ৭ দিনে হিজলা উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে মোট ১২৮ জন জেলে আটক হয়। এর মধ্যে বিভিন্ন মেয়াদে ৯৯ জনকে কারাদন্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে। ২১ জেলেকে জরিমানা করা হয়েছে। ৮ জেলেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘন্টায় মেহেন্দিগঞ্জ উপজেলায় ২৬ জন, বাকেরগঞ্জে ৮ জন, উজিরপুরে ৩ জন ও বানারীপাড়ায় ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। জেলার ১০ উপজেলা থেকে গত ২৪ ঘন্টায় জরিমানা আদায় করা হয়েছে এক লাখ ১৯ হাজার ৫০০ টাকা। তিন লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৬ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা নৌকাসহ সরঞ্জামাদি নিলামে বিক্রি করে সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে ২৮ হাজার ৫০০ টাকা।
বিডি প্রতিদিন/এএম