গাজীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত জহিরুল ইসলাম লিটন (৪৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদা দাবি, এবং অস্ত্র আইনে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে র্যাব জানায়।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মো: নাফিজ বিন জামাল জানান, বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার বিলাসপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মো: নাফিজ বিন জামাল বলেন, গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুরের বরমী ইউনিয়নের কায়েতপাড়া এলাকায় চাঁদাবাজীসহ ত্রাসের রাজত্ব বজায় রাখতে লিটন চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে। তার এসব কর্মকাণ্ডে স্থানীয়রা শ্রীপুর-বরমী সড়কের বরামা চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ ও লিটনকে গ্রেপ্তারের দাবি জানায়।
র্যাব কর্মকর্তা বলেন, গত ২৮ অগাস্ট রাত ৮টার দিকে চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা শেখ মামুন আল মুজাহিদ সুমনকে (৩৫) গণপিটুনী দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুমনকে গ্রেপ্তার করে। তবে তাকে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে জহিরুল ইসলাম লিটন ২০/৩০টি মোটরসাইকেলে ৪০/৪৫ জন সহযোগীকে নিয়ে পুলিশের গাড়িতে ব্যারিকেড দেয় এবং পুলিশের উপর হামলা করে সুমনকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় শ্রীপুর থানার এসআই মো: রেজাউল করিম বাদী হয়ে মামলা করেন। পরে র্যাব ঘটনাটি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট নাফিজ আরও বলেন, বৃহস্পতিবার জহিরুল ইসলাম লিটন গাজীপুর সিটি করপোরেশনের বিলাশপুর এলাকায় আত্মগোপনে আছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা সেখানে বিশেষ অভিযান চালায়। পরে লিটনকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, র্যাব আসামি জহিরুল ইসলাম লিটনকে থানায় সোপর্দ করেছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম