চাপাইনবাবগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে নাচোল স্টেশন মাঠে রেল স্টেশন জিয়া স্মৃতি পরিষদের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন।
এ সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন। উদ্বোধনী খেলায় অংশ নেয় নাচোল রেল স্টেশন ফুটবল একাদশ ও জুনিয়র ফুটবল একাদশ। খেলায় রেল স্টেশন ফুটবল একাদশ ২-০ গোলে এগিয়ে রয়েছে। টুর্নামেন্টে ১৬টি ফুটবল দল অংশ নিয়েছে।
বিডি প্রতিদিন/এএম