পটুয়াখালীর কলাপাড়ায় শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমে ৫ দিনব্যাপী রাস মেলা উদযাপন কমিটি গঠন করা হয়েছে। এতে দিলীপ কুমার হাওলাদারকে সভাপতি, বিকাশ চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক ও সুজন কান্তি সিকদারকে অর্থ সম্পাদক করা ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
শুক্রবর বেলা ১১টার দিকে মন্দির প্রাঙ্গনে এক সভায় মূল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ রাস মেলা উদযাপন কমিটিকে অনুমোদন দেয়। সভার সভাপতিত্ব করেন শ্রী শ্রী মদনমোহান সেবাশ্রম কমিটির সহ-সভাপতি কমল কৃষ্ণ হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক এডভোকেট নাথুরাম ভৌমিক, সহ সম্পাদক রবীন্দ্রনাথ দাস, সুখরঞ্জন তালুকদার, অর্থ সম্পাদক কার্তীক হাওলাদার প্রমুখ।
উল্লেখ্য আগামী ৪ঠা নভেম্বর মঙ্গলরাব অধিবাসের মধ্য দিয়ে রাস মেলা শুরু হবে। চলবে ৫ দিনব্যাপী। এছাড়া ৫ নভেম্বর বুধবার কুয়াকাটায় অনুষ্ঠিত হবে গঙ্গা। প্রতিবছরই রাস মেলা ও গঙ্গাস্নান উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত সাধু,সন্ন্যাসী, রাস ভক্তসহ লক্ষাধিক দর্শনার্থীদের আগমন ঘটে।
বিডি প্রতিদিন/এএম