১০ম গ্রেড বাস্তবায়নের দ্রুত দাবিতে গাইবান্ধায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। দাবি পূরণে কর্তৃপক্ষকে ৭ দিনের আলটিমেটাম দিয়েছে। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেয়া হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে জেনারেল হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই ঘোষণা দেন তারা।
মানবন্ধনে বক্তব্য দেন ফার্মাসিস্ট মাহবুবুর রহমান লিটন, আবু বক্কর সিদ্দিক সবুজ, আবু তাহের, জাকির হোসেন, রেডিওলজিস্ট খাইরুল ইসলাম, ডেন্টিস্ট সিরাজুল ইসলাম, ল্যাবটেকনোলজিস্ট মাসুদ রানা, মনির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম বাস্তবায়িত হলে আইন, বিধিমালা, কোড ইত্যাদিতে কোনো সংশোধনীর প্রয়োজন হবে না বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। এমনকি বেতন স্কেল ও পদমর্যাদা উত্তীন করা হলে চেইন অব কমান্ডেরও কোনো সমস্যা হবে না মর্মে সুপারিশ করা হয়েছে।
বক্তারা আরও বলেন, স্বাস্থ্য উপদেষ্টার মৌখিক ঘোষণা অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে পদমর্যাদা ও ১০ম গ্রেডে উন্নীত করার প্রজ্ঞাপন জারি না হলে বৃহত্তর আন্দোলন শুরু হবে।
এদিকে, ওই সময় একই দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট আবু সায়াদত মো. কাইয়ুম, মোখছেদুর রহমান, সেনেটারি ইন্সপেক্টর মিলন কুমার গুণ ও ফার্মসিস্ট এনামুল ইসলামসহ অন্যরা।
অন্যদিকে একই সময়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
একই দাবিতে গাইবান্ধার সাঘাটা, ফুলছড়ি, সাদুল্লাপুর উপজেলাতেও এ কর্মসূচি পালন করা হয়।
বিডি প্রতিদিন/এএম