২৭ মে, ২০১৯ ১৯:২১

১৬১ রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

১৬১ রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৬০ রান করেছে আফগানরা। সম্ভাবনাময়ী ইংলিশ তরুণ পেসার জোফরা আর্চারের গতি আর জো রুটের স্পিনে কাবু হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আফগানরা।

সোমবার ইংল্যান্ডের কিংস্টন ওভালে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে যায় আফগানিস্তান। ১২৭ রানে ৯ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যাওয়া দলের স্কোর শেষ পর্যন্ত ১৬০ নিয়ে যান সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী। শেষ উইকেটে দৌলত জাদরানের সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন তিনি।

তাদের ছোট এবং কার্যকরী জুটির কল্যাণে দেড়শ পার হতে সক্ষম হয় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন মোহাম্মদ নবী। তার ইনিংসটি ৪২ বলে তিনটি ছক্কা ও একটি চারে সাজানো। এছাড়া ১৭ বলে ২০ রান করে অপরাজিত দৌলত জাদরান। ৩৪ বলে ৩০ রান করেন ওপেনার নুর আলী জাদরান।

ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার ৫.৪ ওভারে ৩২ রানে শিকার করেন ৩ উইকেট। এছাড়া ৬ ওভারে ২২ রানে ৩ উইকেট নেন জো রুট।

জবাবে ব্যাট করতে নেমে দারুণভাবে শুরু করে ইংল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮.১ ওভারে এক উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

বিডি প্রতিদিন/২৭ মে ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর