বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে বিশ্বকাপের সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল টাইগাররা। আফগানদের বিপক্ষে সাকিব আল হাসানের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে
জয়ের বন্দরে পৌঁছে টাইগাররা।
বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে। এই দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে টাইগার সমর্থকদের উদ্দেশে সাকিব আল হাসান বলেন, ভারত ও পাকিস্তানের বিপক্ষে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করব। সমর্থকদের আমি এটাই বলব, আপনারা আমাদের আগের মতো সমর্থন দিয়ে যাবেন। আশা করছি আপনাদের ভালোবাসা এবং সমর্থন নিয়ে আমরা এগিয়ে যেতে পারব।
আফগানদের বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে সাকিব আরও বলেন, ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আমরা আরও এক সপ্তাহ সময় পাব। আশা করছি তার আগেই ছোটখাটো চোটে যারা আছেন তারা সেরে ওঠার সুযোগ পাবেন।
বিশ্বকাপে সাকিব নিজেকে যেভাবে মেলে ধরেছেন তাতে মুগ্ধ ক্রিকেট দুনিয়া। বাংলাদেশের এখনও পর্যন্ত পাওয়া তিন জয়ের সবগুলোতেই ম্যাচ সেরা হয়েছেন সাকিব। বিশ্বকাপে ৬ ম্যাচে (৭৫, ৬৪, ১২১, ১২৪*, ৪১ ও ৫১) সবমিলে ৪৭৬ রান সংগ্রহ করে শীর্ষে রয়েছেন সাকিব।
সোমবার সাউথাম্পটনে টস হেরে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৬২/৬ রান করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ৪৭ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে আফগানিস্তান। ম্যাচে ৬২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মাশরাফি বাহিনী।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন