ধান শালিকের দেশে
কৃষ্ণ মেঘের কেশে
ফুল পাখিরা হেসে
ধরে মিষ্টি সুরের গান।
কাশ ফুল দোলে
বাংলা মায়ের কোলে
নদী উত্থাল হলে
উঠে ঢেউয়ের কলতান।
শর্ষে ফুলের ঘ্রাণ
জুড়ায় সবার প্রাণ
মন করে আনচান
শস্য শ্যামল মাঠ।
ঝিঁঝিঁ ডাকা রাতে
জোছনা অাঁখি পাতে
সুখ স্বপনে মেতে
বসে চাঁদের হাট।