ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির ওয়ানডে ক্যারিয়ার নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দুজনই। রোহিত ৭ মে এবং বিরাট ৫ দিন পর ১২ মে টেস্ট থেকে অবসর নেন। এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর একইসঙ্গে টি-টোয়েন্টি ফরম্যাটকেও বিদায় জানান তারা। এখন প্রশ্ন উঠছে- ওয়ানডে ফরম্যাটে তারা কতদিন খেলবেন?
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে রোহিত ও বিরাটকে দেখা যাবে কি না, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তার মতে, ওই বিশ্বকাপে ভারতের জার্সিতে আর দেখা যাবে না এই দুই মহাতারকাকে।
গাভাস্কার বলেন, 'দুজনেই ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করছেন, কিন্তু ২০২৭ বিশ্বকাপে খেলবেন কি না, সেটা নির্ভর করবে তাদের ফর্ম ও ফিটনেসের উপর। নির্বাচকরা নিশ্চয়ই ভবিষ্যতের কথা ভেবে দল তৈরি করবেন। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, রোহিত-বিরাটকে আর দেখা যাবে না সেই বিশ্বকাপে।'

তিনি আরও বলেন, 'তাদের ট্রফি ক্যাবিনেটে এখন আর কিছুই বাকি নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সবই জিতে ফেলেছেন। এ অবস্থায় তারা নিজে থেকেই হয়তো বিদায়ের সিদ্ধান্ত নেবেন। তবে পরের দুই বছরে যদি তারা দুর্দান্ত ফর্মে থাকেন, একের পর এক সেঞ্চুরি করেন, তাহলে তাদের জায়গা থেকে সরানো সম্ভব নয়। এমনকি ঈশ্বরও পারবে না।'
বর্তমানে রোহিতের বয়স ৩৮ এবং কোহলির ৩৬। ২০২৭ সালে এই সংখ্যা দাঁড়াবে যথাক্রমে ৪০ ও ৩৮-এ। তাই বয়স ও ভবিষ্যতের দল গঠনের চিন্তা করেই হয়তো বিসিসিআই ভাববে নতুন করে দল সাজানোর কথা। তবে গাভাস্কারের মন্তব্য ঘিরে আলোচনার ঝড় উঠেছে ক্রিকেট মহলে।
বিডি প্রতিদিন/মুসা