শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মশ্করা

কাবেদুল ইসলাম

কথায় কথায় করেন যারা

সব কিছুতে মশ্করা

তাদের কী আর এমনিতে ভাই

যায় সহজে বশ করা?

পারলে খাওয়ান আদার আরক,

কিংবা প্রোটিন, শর্করা।

 

তাতেও যদি বোধ না হয়

খুঁজুন কারা আশকারা

দিচ্ছে এসব লোকগুলোকে

করুন তাদের ‘বাস’ ছাড়া।

 

বাস্তুত্যাগী হয়েও যদি

না হয় কারোর কাণ্ডজ্ঞান

আনুন ধরে, চড়ান শূলে

বক্ষে মারুন তীক্ষœ বাণ।

 

বুঝবে তখন সব কিছুতে

যায় না করা মশ্করা

সব কিছু নয় আম্পায়ারের

হেড অ্যান্ড টেল টস্-করা,

কিছু জিনিস গভীর ভাবার,

উপলব্ধি চাই করা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর